আন্তর্জাতিক ডেস্ক : ভালোবাসার দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালোবাসার বার্তা দিল রাজনৈতিক বিরোধী দল ভারতীয় কংগ্রেস। টুইটারে প্রধানমন্ত্রীকে ভ্যালেটাইনস ডের শুভেচ্ছা জানাল তারা।
ফুলের আড়ালে অবশ্য কাঁটাই বিছিয়েছে রাহুল গান্ধীর দল। টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'শ্রদ্ধেয় মোদিজি আমাদের তরফ থেকে আপনাকে শুভ ভ্যালেন্টাইনস ডে।'
ভিডিও বার্তায় বলা হয়েছে, 'এবার মিথ্যাচার নয়, বরং ভালবাসা বিতরণ করুন। কোলাকুলি কম করে কাজ করুন। বলা হয়েছে, ঘৃণার সঙ্গে বিচ্ছেদ করে সব ভারতীয়দের এক চোখে দেখুন আপনি।' পরিশেষে বলা হয়েছে, আব কি বার, ঢের সারা প্যায়ার।
এমটিনিউজ/এসবি