 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের এক স্কুল ক্যাম্পাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে ১৯ বছরের এক তরুণ। এ ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। ২০১২ সালের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় স্কুল হামলার ঘটনা। ২০১২ সালে কানেকটিকাট স্কুলে চালান বন্দুক হামলায় নিহত হয়েছিল কমপক্ষে ২০ শিশু।
বব্রোয়ার্ড কাউন্টির শরিফ স্কট ইসরাইলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ঘাতকের নাম নিকোলাস ক্রুজ। তাকে আটক করেছে পুলিশ। সে ওই স্কুলের সাবেক ছাত্র। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল।
বুধবার স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটের দিকে মারজোরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে একটি এআর-১৫ অ্যাসাল্ট রাইফেল নিয়ে চড়াও হয় ওই তরুণ। সে স্কুলের বাইরেই তিনজনকে গুলি চালিয়ে হত্যা করে। পরে স্কুলে ঢুকে গুলি এলাপাথাড়ি গুলি করতে শুরু করে। এসময় গোটা স্কুল ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ার্ত শিশুরা বাঁচার জন্য ক্লাসের টেবিল ও বেঞ্চের নিচে এবং দরজার পিছনে লুকিয়ে পড়ে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
নিকোলাস ক্রুজের গুলিতে স্কুলের অভ্যন্তরে নিহত হয় আরো ১২ জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো দুইজন। এ ঘটনায় আহত ১৭ জনকে আশপাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলাকারী ক্রুজও আহত হয়েছে।
বব্রোয়ার্ড কাউন্টি শরিফ স্কট ইসরাইল এ ঘটনাকে ‘মর্মান্তিক’বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেন, এ নিয়ে দুঃখ জানানোর ভাষা নাই।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্কুল হামলা কোনো নতুন ঘটনা নয়। এ ধরনের হামলায় প্রায়ই সেখানে হতাহতের ঘটনা ঘটে থাকে। আর স্কুলছাত্ররাই এসব হামলাগুলো চালায়। গত মাসের ২৩ তারিখেই কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে হামলা চালিয়েছিল এক কিশোর। এতে স্কুলের দুই শিক্ষার্থী নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়।-বিবিসি
১৫ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর