বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৫২:৪৬

রোহিঙ্গা নির্যাতনে সু চির জেল!

রোহিঙ্গা নির্যাতনে সু চির জেল!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতীকী আদালতে আরাকানের রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনা প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে একটি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে। বিচারে সু চির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ বছরের জেল এবং মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

ইরানের প্রতীকী আদালত ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করে। এর পৃষ্ঠপোষকতা করে তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়। ইরানের প্রতীকী ‘পপুলার কোর্ট’

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে