বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫৬:০৩

ভারতীয় বিমানসেনার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই সেনা পাইলট

ভারতীয় বিমানসেনার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই সেনা পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : ফের দুর্ঘটনাগ্রস্ত ভারতীয় বিমান সেনার বিমান। বৃহস্পতিবার, আসামের মাজুলিতে ভেঙে পড়ে বিমান সেনার একটি ‘মাইক্রোলাইট’ হেলিকপ্টার। ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট।

জানা গিয়েছে, এদিন রুটিনমাফিক জোরহাট ঘাঁটি থেকে উড়ান ভরে বিমানটি। উড়ান ভরার কিছুক্ষণ পড়েই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কথা জানা যায়।

পুলিশ সূত্রে খবর, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিমান সেনার উদ্ধারকারী দল। যান্ত্রিক গোলযোগ থেকেই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করছে বিমান সেনা। তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ কমিটি গড়া হবে।

ক্রমাগত দুর্ঘটনার শিকার হয়ে আসছে বিমান সেনার বিমানগুলিও। বিশেষ করে মিগ-২১ বিমানগুলি। দুর্ঘটনা এড়াতে পারেনি রুশ-নির্মিত অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমানও। গত ডিসেম্বরে সংসদে সরকার জানায় ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে সামরিক বাহিনীর ৩৫টি বিমান। মৃত্যু হয়েছে ১৪ জন চালকের।

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে রাজস্থানে দুর্ঘটনাগ্রস্ত হয় বিমান সেনার একটি অত্যাধুনিক সুখোই-৩০ যুদ্ধবিমান। তবে বিমানটির দুই চালকই বেঁচে যান। ওই বছরই আসাম-অরুণাচল প্রদেশ সীমান্তে ভেঙে পড়ে আরেকটি সুখোই বিমান। মৃত্যু হয় দুই পাইলটের।

তারপর থেকেই বিমানগুলির নিরাপত্তা ও মান নিয়ে উঠে আসে প্রশ্ন। মিগ ও সুখোই সিরিজের বিমানগুলি রাশিয়া থেকে ক্রয় করেছে ভারত। বিশেষজ্ঞদের মতে পাইলটের প্রশিক্ষণে খামতি ও রক্ষণাবেক্ষণের অভাবই দুর্ঘটনার কারণ। এছাড়াও কয়েক দশক পুরনো বিমানগুলির যন্ত্রাংশও দুর্ঘটনার জন্য দায়ী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে