আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাঘাঁটি উড়িয়ে দিল পাকিস্তান সেনা, এমটি দাবি করে ভিডিও ট্যুইট করেন এক পাকিস্তান সেনা । বৃহস্পতিবার একটি ভিডিও ট্যুইট করে এই সম্পর্কে বলা হয়েছে৷ এতে ৫ ভারতীয় জওয়ানের প্রাণ গিয়েছে বলেও দাবি করা হয়৷
পাক সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের মেজর জেনারেল আসিফ গফুর ভারতীয় সেনা ঘাঁটি হামলার ভিডিও ট্যুইট করে এই কথা বলে৷ সেই ট্যুইটে লেখা হয়েছে, সীমান্তে সাধারণ নাগরিকদের টার্গেট করায় ভারতীয় সেনার ছাওনি উড়িয়ে দিয়েছে পাক সেনা৷ এতে ৫ ভারতীয় জওয়ান নিহত হয়েছে৷ নির্দোষ নাগরিকদেরকে নিশানার জবাব ভারতকে দেওয়া হবে বলেও বক্তব্য মেজর গফুরের৷
এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে, ৫৭ সেকেন্ডের এখটি ভিডিও ট্যুইট করে মেজর গফুর৷ যেখানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে৷ পাক সংবাদপত্র ডন-এর মতে, সীমান্তের কাছে এক স্পর্শকাতর গ্রামে একটি স্কুল ভ্যানে ভারতীয় সেনার হামলার পর ভারতীয় সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এদিকে সীমান্তে হামলার জন্য ভারতকেই ফের দায়ী করেছে মেজর গফুর৷ তবে এই ভিডিও বা খবরের সত্যাসত্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস