শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:২১:০১

পুরুষ সেজে দুই মেয়েকে বিয়ে, অবশেষে ধরা খেলেন সুইটি!

পুরুষ সেজে দুই মেয়েকে বিয়ে, অবশেষে ধরা খেলেন সুইটি!

আন্তর্জাতিক ডেস্ক : আসল নাম সুইটি৷ কিন্তু ফেসবুকে লেখেন কৃষ্ণ সেন৷ আর এই কৃষ্ণ সেজেই, একের পর এক মেয়ের সঙ্গে কথা, প্রেম৷ আর বিয়ে৷ পুরুষ সেজে এই উপায়েই পর পর দুটো বিয়ে করে ফেললেন কৃষ্ণ সেন ওরফে সুইটি৷

যিনি আসলে মহিলা৷ তবে থাকেন পুরুষের বেশে৷ ছোট করে কাটা চুল, পুরুষদের মতোই আদবকায়দা৷ পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ধমপুরের বাসিন্দা সুইটি ওরফে কৃষ্ণ সেন নামে ফেসবুকে একটি ভুয়ো প্রোফাইল খোলেন৷ আর সেই প্রোফাইল দিয়েই মেয়েদের সঙ্গে ভাব জমাতেন তিনি৷ তারপর তাদের সঙ্গে বিয়েও করতেন কৃষ্ণ৷

ফেসবুকে আলাপের পর ২০১৪ সালে কাঠগোদামের এক মেয়ের সঙ্গে বিয়ে করেন সুইটি৷ বিয়ের সময় মোটা টাকা পণও নেন৷ এরপর পরই কালাধুঙ্গির আরেক মহিলার সঙ্গে বিয়ে করেন৷ সেখানেও নেন মোটা টাকার পণ৷ দুই মহিলাই বিয়ের পর বুঝে যান সুইটি আসলে মেয়ে নন, পুরুষ৷

দুই মহিলার সঙ্গেই মানসিক ও দৈহিক অত্যাচার শুরু করেন সুইটি ওরফে কৃষ্ণ সেন৷ সুইটির প্রথম স্ত্রীয়ের থানায় অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে সুইটি ওরফে কৃষ্ণ সেনকে৷ তার বিরুদ্ধে প্রত্যারণার অভিযোগ দায়ের হয়েছে৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে