শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:০৮:২০

সৌদি আরবে সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান

সৌদি আরবে সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : প্রশিক্ষণ ও পরামর্শ মিশনে অংশ নিতে সৌদি আরবে সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান। তিন বছর আগে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। খবর ডনের।

ইয়েমেনে সৌদি হস্তক্ষেপের বিরোধিতা করে সেই সময় সেনা পাঠাতে রাজি না হলেও এবার সৌদি আরবে প্রশিক্ষণের জন্য সেনা পাঠাচ্ছে দেশটি। সৌদি আরবে পাকিস্তান সেনাবাহিনীর কাজ কী হবে সেব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দেয়নি পাকিস্তান।

তবে সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের বাইরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের নিযুক্ত করা হবে না।

গত বছরের মার্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোর সমন্বয়ে পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র আদলে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব করে সৌদি আরব। জোটের প্রাথমিক সদস্য ৩৪টি মুসলিম দেশ।

এই জোটের প্রথম প্রধান হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফকে নিয়োগ দেয়া হয়। তবে সৌদি আরবে পাকিস্তানে যে সেনাসদস্যদের পাঠানো হচ্ছে তারা জোটের কার্যক্রমে অংশ নেবে কিনা তা এখনো পরিষ্কার নয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে