শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫, ১২:৪৬:২৬

হোয়াইট হাউজে আতঙ্ক

 হোয়াইট হাউজে আতঙ্ক

আর্ন্তজাতিক ডেস্ক : প্যারিসের পর এবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এ হুমকি দেয় বলে জানা গেছে। এ নিয়ে হোয়াইট হাউজে অজানা আতঙ্ক বিরাজ করছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, প্যারিসের পর এবার নিউইয়র্কে হামলা চালাতে পারে আইএস। ওই ভিডিওতে দুই জঙ্গিকে ক্যামেরার সামনে কথা বলতে দেখা গেছে। জঙ্গি গোষ্ঠীটি ফ্রান্সের বিভিন্ন স্থাপনা ও যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে হামলার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ওই ভিডিও'র বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। ভিডিওটি তারা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে