 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : পরপর জন্ম নেওয়া তিনজনই কন্যাসন্তান। কিন্তু পুত্রসন্তানের মুখ দেখেননি। আর তাই রাগে, দুঃখে শেষপর্যন্ত কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন মা। শুধু নিজে নয়, ওই মহিলা নিজের ৩ কন্যাসন্তানকে নিয়েই আত্মহত্যা করেছেন।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত চিক্কাবাল্লাপুরার একটি গ্রামে। মৃত মহিলার নাম নাগাশ্রী। বয়স ২৫ বছর। দীর্ঘদিন ধরেই ওই মহিলা মানসিক অশান্তিতে ভুগছিলেন।
তার প্রথম দুই সন্তান মেয়ে হয়েছিল। একজনের নাম নভ্যাশ্রী (৫) এবং অপরজনের নাম দিব্যাশ্রী (৩)। কিন্তু দু’মাস আগে তৃতীয় সন্তানও মেয়ে হওয়ায় কার্যত ভেঙে পড়েন তিনি। আর তাই শেষপর্যন্ত তিন মেয়েকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
বৃহস্পতিবার সকালে গ্রামের একটি কুয়োতে কন্যা–সহ ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, ওই মহিলার স্বামী বা তার বাড়ির কোনও লোক নাগাশ্রীকে কখনই পুত্র সন্তানের জন্য চাপ দেয়নি। তিনি নিজেই পুত্র সন্তান চেয়েছিলেন। কিন্তু তৃতীয়বারও কন্যা সন্তান হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।
এমটিনিউজ/এসএস