 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কেপে উঠল বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। ভারতীয় সময় শনিবার ভোর পাঁচটা বেজে নয় মিনিট নাগাদ তীব্র কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস-এর প্রকাশিত তথ্য অনুসারে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ইউএসজিএস আরও জানাচ্ছে যে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী মেক্সিকোর দক্ষিণ প্রান্তে ঘটেছে এই তীব্র ভূমিকম্প। ওই দেশের ওসাকা প্রদেশে অনুভূত হয়েছে মারাত্মক কম্পন।
এই ভূমিকম্পের উৎসস্থল রাজধানী শহর মেক্সিকো সিটির অদূরের একটি শহর। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কমপক্ষে ৬৭০০ মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়েছে। অনেক বড় গাছ এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে মেক্সিকোর মধ্যবর্তী এলাকায় তীব্র ভূমিক্মপ অনুভূত হয়। সেই কম্পনে প্রাণ গিয়েছিল কমপক্ষে ৩০০ জনের। এই তালিকায় অনেক স্কুল পড়ুয়াও ছিল।
এমটিনিউজ২৪/এম.জে/ এস