মালির রেডিসন হেটেলে তুমুল গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক : মালির রাজধানী বামাকোতে বন্দুকধারীরা আন্তর্জাতিক হোটেল রেডিসনে হামলা চালিয়ে ১৭০ জনকে জিম্মি করেছে বলে খবর পাওয়া গেছে। হোটেলটির ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শোনা যাচ্ছে। বিবিসি এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
রেডিসন হোটেলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুজন বন্দুকধারী হোটেলের ১৪০ জন অতিথি এবং তিরিশ জন কর্মীকে জিম্মি করে রেখেছে। নিরাপত্তা বাহিনী বাইরে থেকে পুরো হোটেল ঘিরে রেখেছে।
অন্য এক খবরে বলা হচ্ছে, ফরাসী সৈন্যরাও হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছে। দুবছর আগে ইসলামী জঙ্গী গোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা চলছে। এই জঙ্গীদের দমনে ফ্রান্স দেশটিতে সৈন্য পাঠিয়েছে।
২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�