 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: প্রসবের সময় হয়নি বলে ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। কিন্তু বাড়ি ফেরার সময় রাস্তাতেই ওঠে প্রসব যন্ত্রণা। অবশেষে রাস্তায় সন্তান প্রসব করলেন এক গৃহবধূ। আসামের উত্তর-কাছাড়ের হাইলাকান্দিতে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সংশ্লিষ্ট ওই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে ওই নারীর পরিবার।
জানা গেছে, হাইলাকান্দির কাতলিছড়া গ্রামের বাসিন্দা জয়মতীকে প্রসব যন্ত্রণা নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। ওই নারীর প্রসবের সময় হয়নি বলে ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল। বাড়ি ফেরার সময় ফের শুরু হয় প্রসব যন্ত্রণা। অবশেষে রাস্তাতেই প্রসব করতে বাধ্য হন তিনি। এদিকে, এই দৃশ্য দেখে সেখানে ছুটে আসেন স্থানীয় নারীরা।
সন্তান প্রসবের পর ওই নারী ও সদ্যোজাতকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মা ও সন্তান দুইজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সূত্র: জিনিউজ
এমটি নিউজ/এপি/ডিসি