 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক:আবারও বিমান দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। ভেনেজুয়েলার সিউদাদ বলিভার শহরে এই ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বলিভারের লা ম্যারিকুইটাতে বিমানটি ভেঙে পড়ে। বিমানটিতে ২জন ছিলেন বলে স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে।
জানা গেছে, ঘটনাস্থলেই প্লেনের পাইলট মারা যান। এটি ট্রাকানা সংস্থার বিমান ছিল। বিমানের ধ্বংসস্তুপ থেকে নির্গত ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কেন এমন ভয়াবহ ঘটনা ঘটল তা তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, শনিবার মেক্সিকোতেও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির মাথায় ভেঙে পড়ে হেলিকপ্টার। এতে কমপক্ষে ১৩ জন মারা যান। গুরুতর আহত হন অনেকে। মেক্সিকোর পিনোটেপা দে ডন লুইসে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় চপারেই ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো নাভারেটে প্রাইডা। অল্পের জন্য রক্ষা পান তিনি।
দুর্ঘটনার পর মন্ত্রী জানান, নিয়ন্ত্রণ হারানোর ফলে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে৷ তিনি ছাড়াও গর্ভনর অ্যালেজান্দ্রো মরুাট ছিলেন কপ্টারে৷ তারা দুজনেই প্রাণে বেঁচে যান। তথ্যসূত্র: জি-নিউজ
এমটি নিউজ/এপি/ডিসি