 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরাফ জয়পুরে রাস্তার পাশে দেয়ালে প্রসাব করছে এমন একটি ছবি ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় তোলে। এদিকে মোদী সরকারের স্বচ্ছ ভারত মিশনকে অন্য এক উচ্চতা নিয়ে গেছেন বিজেপির একজন এমপি। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে বিজেপির ওই নেতা খালি হাতে একটি টয়লেট পরিষ্কার করছেন।
ভারতের মধ্যপ্রদেশে রেওয়া জেলার ওই এমপির নাম জনার্ধন মিশ্র। তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন।
সেখানে দেখা গেছে, তিনি রেওয়া জেলার খাজুহা গ্রামের একটি স্কুলের টয়লেট পরিষ্কার করছেন। মাটি জমে টয়লেট বন্ধ হয়ে যাওয়ার স্কুলের শিক্ষার্থীরা সেটি ব্যবহার করতে পারছে না এমনটা জানার পর তিনি এ কাজ করেন।
বিজেপি এমপি স্থানীয় সংবাদ মাধ্যম পত্রিকা ডট কমের খবরে বলা হয়েছে, জনার্ধন এসময় শিক্ষকদের টয়লেট পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারে উদ্বুদ্ধ করতেও শিক্ষকদের প্রতি আহ্বান জানান বিজেপির ওই এমপি।
এমটি নিউজ/এপি/ডিসি