রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪৯:৫৮

পানির নিচ দিয়েও শত্রুকে হামলা করতে পারে এই ট্যাঙ্ক

পানির নিচ দিয়েও শত্রুকে হামলা করতে পারে এই ট্যাঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি কারার ট্যাংক যুদ্ধকালীন ভাবে উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি জানিয়েছেন, শিগগিরি এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।

তিনি জানান, কারার ট্যাংক হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের ট্যাংক এবং শিগগিরি তা ইরানের সেনাবাহিনীকে সরবরাহ করা হবে। কারার হচ্ছে ইরানে তৈরি প্রথম ট্যাংক যার পুরোটাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

এতে রয়েছে ইলেক্ট্রো-অপটিক্যাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থা, লেসার রেঞ্জফাইন্ডার এবং ব্যালিস্টিক কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি। এই ট্যাংকের সাহায্যে রাতে ও দিনে একইভাবে অভিযান চালানো যাবে। এছাড়া, পানির নিচ দিয়েও শত্রুকে হামলা করতে পারে এই ট্যাঙ্ক। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে