রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০২:৪২:৫৭

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাত্রীসহ ভেঙে পড়ল বিমান

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, যাত্রীসহ ভেঙে পড়ল বিমান

আন্তর্জাতিক ডেস্ক  :  ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা,  এবার ভেঙে পড়ল বিমান৷ ৬০জনেরও বেশি যাত্রীসহ একটি ইরানীয় বিমান ভেঙে পড়ে ইরানের ইসফাহান প্রদেশের সেমিরোমে৷

তেহরান থেকে ইয়াসুজে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা৷  ইয়াসুজ থেকে প্রায় ৮০কিমি দূরে এই সেমিরোম এলাকা৷ স্থানীয় সংবাদ সূত্র অনুযায়ী, বিমানের মধ্যে ৬৬জন যাত্রী থাকার কথা জানা গিয়েছে৷

প্রসঙ্গত, শনিবার দুপুরে বলিভারের লা ম্যারিকুইটাতে একটি বিমান ভেঙে পড়ে৷ এতে ২জন ছিল বলে স্থানীয় সংবাদ সূত্রের খবর৷ জানা যায়, ঘটনাস্থলেই প্লেনের পাইলট-মালিক মারা যান৷ এটি ট্রাকানা সংস্থার বিমান ছিল৷ বিমান ভেঙে পড়ে তাতে এর মালিক জনি সালুম আটকে যান এবং বিমানে আগুন লেগে যায় যার ফলেই মৃত্যু হয় তাঁর৷ বিমানের ধ্বংসস্তুপ থেকে নির্গত ধোঁয়ায় ঢেকে যায় এলাকা৷ কেন এমন ধরনের ভয়াবহ ঘটনা ঘটল তারই তদন্তে নেমেছে পুলিশ৷

অন্যদিকে, শনিবারই মেক্সিকোতেও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে৷ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির মাথায় ভেঙে পড়ে হেলিকপ্টার৷ তাতে কমপক্ষে ১৩ জন মারা যায় বলে খবর৷ গুরুতর জখম হয় অনেকে৷ মেক্সিকোর পিনোটেপা দে ডন লুইসে ঘটে যাওয়া এই দুর্ঘটনার সময় চপারেই ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অলফনসো নাভারেটে প্রাইডা৷ যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে