ওবামা-ওলাঁদকে ‘কাবাব’ বানানো হবে : আইএস
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজে হামলার হুমকি দিয়েছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সন্ত্রাসী গোষ্ঠী গতকাল (বৃহস্পতিবার) এক ভিডিও বার্তায় আত্মঘাতী হামলার হুমকি দেয়। পাশাপাশি গত সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলা চালানোর প্রশংসা করেছে। ভিডিও বার্তায় ফ্রান্সে এ ধরনের আরো হামলা চালানোর কথা বলেছে সন্ত্রাসীরা। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
গতকাল প্রচারিত বার্তা শুরু হয়েছে প্যারিস হামলার খবর ও একটি ভিডিও ক্লিপ দিয়ে এবং পরে দেখা যাচ্ছে দু জন সন্ত্রাসী আলাদাভাবে ক্যামেরার সামনে কথা বলছে। ভিডিও বার্তায় শোনা যাচ্ছে- এক সন্ত্রাসী বলছে ‘রোমের আগে প্যারিস’। ওই সন্ত্রাসী ফ্রান্সের বিভিন্ন স্মৃতিস্তম্ভ ও আমেরিকার হোয়াইট হাউজে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এ সন্ত্রাসী বলছে, ‘আমরা হোয়াউট হাউজ উড়িয়ে দেব।’ দ্বিতীয় সন্ত্রাসী বলছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে বিস্ফোরক দিয়ে ‘কাবাব’ বানানো হবে।
এদিকে, প্যারিস হামলা ও নতুন করে এসব হামলার হুমকি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে বলছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সন্ত্রাসীদেরকে সব ধরনের সমর্থন দিয়ে এলেও এখন কেন হঠাৎ করে সেই পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হামলা চালাচ্ছে কিংবা হুমকি দিচ্ছে? আবার অনেকে সন্দেহ করছেন, সবই পশ্চিমাদের সাজানো নাটক।
২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�