‘ভারতে হামলা করতে পারে আইএস’
আন্তর্জাতিক ডেস্ক : ভারতেও নাশকতা চালাতে পারে ইসলামিক স্টেট কিংবা আইএস। এজন্য লস্কর-ই-তৈবার সঙ্গেও হাত মেলাতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আর আর নিমভোরকার।
প্যারিসের ধাঁচে এ দেশেও আইএস হামলা চালাতে পারে কিনা, প্রশ্ন করা হলে সেনার ১৬ কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল আর আর নিমভোরকর সাংবাদিকদের বলেছেন, ‘এমনটা হতেই পারে যে, আইএস লস্করের হাত ধরবে। কেননা সন্ত্রাসবাদীদের উদ্দেশ্যই হল প্রচার পাওয়া। ওরা চায়, আইএসের পাশাপাশি ওদের নামও প্রচার পাক। লক্ষ্যে সফল হলে ওরা যে কোনও নাম ব্যবহার করে ফায়দা তুলতে চাইবে’।
সুতরাং এমন সম্ভাবনা থেকেই যাচ্ছে। শুধু হামলার শঙ্কা নয়, এখনও পর্যন্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রায় ৭০০ সক্রিয় জঙ্গি রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘সুযোগ পেলেই এদের অর্ধেক ভারতে ঢোকার জন্য তৈরি রয়েছে’।
নিয়ন্ত্রণ রেখার ওপার অধিকৃত কাশ্মীরে কতগুলি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ঘাঁটি আছে, প্রশ্ন করা হলে নিমভোরকর জানান, ধৃত জঙ্গি নাভেদের জেরার মুখে দেওয়া তথ্য অনুসারে সেখানে প্রায় ৩৭টি ট্রেনিং ক্যাম্প আছে। সূত্র : কলকাতা ২৪।
২০ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�