সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৫:০৫

হাসপাতালের ‘জল’ খেয়ে মৃত্যু, তদন্তে নেমে হতবাক পুলিশ

হাসপাতালের ‘জল’ খেয়ে মৃত্যু, তদন্তে নেমে হতবাক পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : কর্মীদের দেওয়া জল খাওয়ার পরেই প্রবল অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় প্রচণ্ড বমি। হাসপাতালের ‘জল’ খেয়ে মৃত্যু, তদন্তে নেমে হতবাক পুলিশ।

হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রায়শই শোনা যায়। কিন্তু তাই বলে এমন অভিযোগ! রোগীকে জলের বদলে দেওয়া হল অ্যাসিড। সেই অ্যাসিড খেয়েই মৃত্যু হল এক প্রৌঢ়ার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শ্যামলী দেবী নামে ওই মহিলা শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকদিন ধরেই ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে ওই মহিলা হাসপাতালের কর্মীদের কাছে জল খেতে চান।

কিন্তু কর্মীদের দেওয়া জল খাওয়ার পরেই প্রবল অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় প্রচণ্ড বমি। তার পরেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিশি তদন্তে জানা যায়, ওই মহিলাকে জলের বদলে অ্যাসিড দেওয়া হয়েছিল। ওই মহিলা জল ভেবে সেই অ্যাসিড খাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর।

পুলিশের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় ওই মহিলার বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে হাসপাতালের গাফিলতির অভিযোগ প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে ওই হাসপাতালের এক চিকিৎসক ও এক কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী করে কোনও হাসপাতালের কর্মী এমন কাণ্ড ঘটাতে পারে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। -এবেলা

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে