সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২২:৪৯

চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, জনমনে ছড়াল আতংক

চলন্ত ট্রেনে বিধ্বংসী আগুন, জনমনে ছড়াল আতংক

নিউজ ডেস্ক : কলকাতার হাওড়া স্টেশন থেকে গঙ্গানগরগামী ট্রেনে বিধ্বংসী আগুন৷ পশ্চিমবঙ্গের পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ডের থাপারনগরের কাছে আপ তুফান এক্সপ্রেস আগুন লাগে৷

আজ বিকাল ৪টা ১০মিনিটে আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত ঝাড়খণ্ডের থাপারনগর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। ইঞ্জিনের পরের বগিতে আগুন লাগে।

আগুনের বিষয়টি ট্রেনের পাইলট বিদ্যুৎ মণ্ডলের নজরে প্রথমে আসে। তিনি তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন। তার চেষ্টাতেই দ্রুত কামরাটিকে ট্রেন থেকে আলাদা করা হয়। এই ঘটনায় হাওড়া-নয়াদিল্লি কর্ডলাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। প্রথমে পার্সেল ভ্যানে আগুন লাগে৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কামরায়৷ এখনও পর্যন্ত কোন হতাহতের খবর নেই৷ আগুন লাগার কারণও স্পষ্ট নয়৷ ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে