আন্তর্জাতিক ডেস্ক : চীনা ভাষা মান্দারিনকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়ার প্রস্তাব উঠেছে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে।
চীন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডোর প্রকল্পে দু’দেশের সংযোগ আরও সহজ করতে এবং চীনে কাজ করতে পাকিস্তানের সুবিধার জন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পাঞ্জাবি, সিন্ধি, বালুচি, পশতুসহ বেশ কিছু ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেয়ার অপেক্ষায় আছে পাকিস্তান। বর্তমানে ইংরেজি, উর্দু এবং আরবি পাকিস্তানের সরকারি ভাষা। তার সঙ্গে এবার যোগ হতে চলেছে মান্দারিন। যদিও মান্দারিন ভাষার ব্যবহার নেই পাকিস্তানে।
যে কারণে চাইনিজকে সরকারি ভাষার স্বীকৃতি দিচ্ছে পাকিস্তান :- পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলছে, চীনা ভাষা শিখতে পাকিস্তানিদের আগ্রহ রয়েছে। মান্দারিন শিখলে ব্যাপক পরিমাণে চাকরি সুযোগ রয়েছে বলে মনে করেন তারা।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, মান্দারিনকে পাকিস্তানের সরকারি ভাষার স্বীকৃতি দেয়ার প্রতিবেদনটি সঠিক নয়। মান্দারিন ভাষা শেখার প্রতি পাকিস্তানের জনগণকে উৎসাহী করার পদক্ষেপ নেয়া হচ্ছে তবে এটিকে পাকিস্তানের সরকারি ভাষা করা হচ্ছে না বলেও কিছু কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস