বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪১:১৫

সমুদ্রে চীনা যুদ্ধজাহাজের পর এবার ভারতের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান

সমুদ্রে চীনা যুদ্ধজাহাজের পর এবার ভারতের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় প্রতিদিনই সংঘর্ষ বিরতী লঙ্ঘন করে ভারতের আকাশে পাকিস্তানি। এবার আকাশসীমা লঙ্ঘন করল পাক বাহিনী। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পুঞ্চে ভারতের আকাশে চক্কর কাটল পাকিস্তানি সেনার হেলিকপ্তার।

ভারতের আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ৩০০ মিটার ভেতরে চলে এসেছিল হেলিকপ্তারটি। পাকিস্তানের সঙ্গে চুক্তি অনুযায়ী রোটারি উইং হেলিকপ্টার ভারতীয় আকাশসীমার এক কিলোমিটারর মধ্যে প্রবেশ করতে পারবে না।

অন্যদিকে ফিক্সড ইউং হেলিকপ্টার ১০ কিলোমিটারের মধ্যে প্রবেশের কোনও অনুমতি নেই। সেই চুক্তি লঙ্ঘন করেই পুঞ্জ সীমান্তের গুলপুর সেক্টরে উড়ে বেড়াল পাকিস্তানি মি-১৭। বেশ কয়েক রাউন্ড চক্কর কাটার পর সেখান থেকে চলে যায় হেলিকপ্টারটি।

সূত্রের খবর সেটি ফরানোর জন্য কোনও গুলি চালানো হয়নি। বিমান থেকেও কোনও গোলা গুলি চলেনি। তবে পরপর জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিমান ভারতের আকাশে চক্কর কাটা ও ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ প্রবেশ করার ঘটনায় উদ্বেগ বেড়েছে নয়া দিল্লীর।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে