বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:২৫:৫১

ভারতে মুসলিমদের নিয়ে সেনাপ্রধানের মন্তব্যে চটেছেন আসাউদ্দিন ওয়াইসি!

ভারতে মুসলিমদের নিয়ে সেনাপ্রধানের মন্তব্যে চটেছেন আসাউদ্দিন ওয়াইসি!

আন্তর্জাতিক ডেস্ক : আসামে মৌওলানা বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের উত্থান নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিলেন আসাউদ্দিন ওয়াইসি।

ওয়াইসির কথায়, ''রাজনৈতিক দলের উত্থান নিয়ে মন্তব্য করা সেনাপ্রধানের দায়িত্ব নয়।'' টুইটারে ওয়াইসি লিখেছেন, ''রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের। সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের। নির্বাচিত সরকারের অধীনেই সেনাকে কাজ করতে হবে।''

আসামের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আশঙ্কাপ্রকাশ করে বুধবার বিপিন রাওয়াত বলেছিলেন, ''এআইইউডিএফের বৃদ্ধি বিজেপির থেকেও তড়িত্ গতিতে ঘটছে। ভারতে অনুপ্রবেশকারী বাড়ানোর পরিকল্পনা করেছে আমাদের পশ্চিমের পড়শি (পড়ুন পাকিস্তান)। এলাকা দখল করে ছায়াযুদ্ধ করাই ওদের উদ্দেশ্য।''

সেনা অবশ্য দাবি করেছে, কোনওরকম রাজনৈতিক বা ধর্মীয় মন্তব্য করেননি সেনাপ্রধান। তিনি বলতে চেয়েছেন, অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে। তবে দলটির বিধায়ক আমিনুল ইসলামের দাবি, সমাজের নিচুতলার মানুষের জন্য কাজ করছে তাদের সংগঠন। আসামের ক্ষমতাও দখল করবেন তারা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে