বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:১৯:৫৯

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো মিয়ানমার

ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো মিয়ানমার। বোমা বিস্ফোরণে এখনো পর্যন্ত দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২২ জন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাশিওতে এই বিস্ফোরণের ঘটনায় নিহত দুজনই ব্যাংক কর্মী। বুধবারের এ ঘটনায় আরো ২২ জন আহত হন। মিয়ানমার সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। হামলার সঙ্গে কোনো সন্দেহভাজন জড়িত আছে কি-না সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুলিশের মুখপাত্র কর্নেল থেত নায়িং বলেছেন, 'বোমার বিস্ফোরণ সম্পর্কে আমরা স্থানীয় পুলিশের একটি প্রতিবেদন পেয়েছি।' সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণে ২২ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, লাশিও শহরটি মিয়ানমারের অস্থিরতা কবলিত শান রাজ্যে অবস্থিত। রাজ্যটির বেশ কয়েকটি বিদ্রোহী নৃগোষ্ঠী মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইরত আছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে