আন্তর্জাতিক ডেস্ক : ভারতে জালিয়াতির মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) প্রতারণার সব দায় নীরব মোদির বলে দাবি করেছে ওই মামলায় গ্রেফতারকৃত ফায়ারফাস্ট গোষ্ঠীর এক শীর্ষ কর্তা অর্জুন পাটিলের স্ত্রী সুজাতা দেবী।
একই সঙ্গে তিনি বলেন, নীরব মোদিকে সামনে পেলে জুতাপেটা করবেন। খবর আনন্দবাজার পত্রিকার। প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় নীরব মোদিকে অভিযুক্ত করা হয়েছে। সেই মোদির মালিকানাধীন ওই প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন অর্জুন।
সিবিআইয়ের দাবি, যেসব ভুয়া ব্যাংক গ্যারান্টি (লেটার অব আন্ডারটেকিং) দেখিয়ে বিপুল অঙ্কের ঋণ নিয়েছেন নীরব মোদি তার জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরির দায়িত্বে ছিলেন অর্জুন।
মঙ্গলবার সংবাদমাধ্যমে সুজাতা জানিয়েছেন, তার এখনও বিশ্বাস হচ্ছে না পিএনবি প্রতারণা মামলা জড়িয়ে পড়েছেন স্বামী। কান্নাভেজা গলায় সুজাতা বলেন, “১০ বছর ধরে আমার স্বামী ওখানে কাজ করছেন। বেশকিছু মানুষের মতো তিনিও শুধু অফিসের কাজ করতেন। এসব কিছুর জন্য নীরব মোদিই দায়ী। ওকে আমার সামনে নিয়ে আসুন, জুতা দিয়ে পেটাব।”
এর আগে জালিয়াতির মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-পিএনবি থেকে হাতিয়ে নেয়া ১১ হাজার ৪০০ কোটি রুপি পরিশোধ করবেন না বলে জানিয়েছিলেন নীরব মোদি। ভারতের এই হীরা ব্যবসায়ী এক চিঠিতে পিএনবিকে এ কথা জানান। এতে তিনি বলেন, ঋণের টাকা ফেরত পেতে ব্যাংক অকারণে তাড়াহুড়া করছে। এতে তার প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তিনি আর টাকা ফেরত দেবেন না।
মোদির দাবি, পিএনবির কাছে তার বা তার সংস্থার বকেয়ার অঙ্ক মোটেও এত টাকা নয়। বরং তা পাঁচ হাজার কোটি টাকারও কম। আর এই টাকা ফেরত পেতে ব্যাংক অকারণে তাড়াহুড়া করে ভারতজুড়ে বিভিন্ন দোকান ও অফিসে তল্লাশি হয়েছে। এছাড়া বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সংবাদমাধ্যমে একের পর এক খবর প্রচার হয়েছে।
অন্যদিকে বেআইনিভাবে ঋণ নিয়ে ১১ হাজার ৪০০ কোটি রুপি লোপাট করার অভিযোগের পর থেকে নিখোঁজ রয়েছেন মোদি। সংবাদমাধ্যমে বলা হচ্ছে- তিনি দুবাই, যুক্তরাষ্ট্র বা বেলজিয়ামে পালিয়ে গেছেন।
এমটিনিউজ/এসএস