বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:২১:৪১

ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী

ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলাটিপে হত্যা করে স্বামী নিজেই আত্মঘাতী হল। ঘটনাটি ঘটেছে কোচবিহারে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে ফিরিঙ্গিরডাঙা পুসনাবান্ধা হাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শিশুদের চিত্‍কার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। তারা এসে দেখে বাড়িতে প্রবেশের প্রধান দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। আর ঘরের বারান্দায় বাড়ির মালিক ইসলাম মোহাম্মদের ঝুলন্ত দেহ।

প্রতিবেশীরা দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। সেখানে বাড়ির শিশুদের ঘরে তালা বন্ধ অবস্থায় রাখা হয়েছে। ঘরের বেড়া কেটে শিশুদের উদ্ধার করতে গিয়ে তারা দেখেন বিছানায় তাদের মা বুলবুলি খাতুন মৃত অবস্থায় পড়ে আছে।

শিশুদের উদ্ধার করে প্রতিবেশীরাই হলদিবাড়ি থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ দু'টি উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট না হলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিজের স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে বলে সন্দেহ করত ইসলাম মোহাম্মদ, সেই সন্দেহের জেরেই খুন বলে অনুমান।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে