শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮, ০৬:৫২:৩০

গান্ধীজি নন বেঁচে থাকলে নেতাজিই হতেন জাতির জনক: অনুপম হাজরা

গান্ধীজি নন বেঁচে থাকলে নেতাজিই হতেন জাতির জনক: অনুপম হাজরা

আন্তর্জাতিক ডেস্ক : 'মহাত্মা গান্ধীর চেয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসু অনেক বড়, এটা বলা মোটেও দলবিরোধী নয়'। দলের শো-কজের জবাবে শুক্রবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত সাংসদ অনুপম হাজরা।

সংবাদমাধ্যমকে তিনি বললেন, তিনি মোটেও দল বিরোধী কাজ করেননি। তৃণমূল নেতা ও পশ্চিমবঙ্গের বোলপুরের সাংসদের মতে বেঁচে থাকলে গান্ধিজি নন, নেতাজিই হতেন জাতির জনক। আর এতেই বিব্রত হয়ে তাকে শো-কজ করে তৃণমূল কংগ্রেস।

প্রয়োজনে অনুপম দল ছেড়ে দিক, বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে এমন বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার দলের তরফে একেবারে শো-কজ নোটিশ ধরানো হয়েছে তাকে। ফেসবুকে তিনি যে পোস্ট করেছেন, তার জন্য জবাবদিহি করতে হবে তাকে।

এমনই বার্তা দিয়ে চিঠি দেওয়া হয় অনুপমকে। বারবার তাকে মৌখিকভাবে বারণ করা সত্ত্বেও স্যোশাল সাইটে নানা বিতর্কিত মন্তব্য করে পোস্ট করেছেন অনুপম। যে কারণেই তাকে শো-কজ করা হয়েছে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ অনুপম হাজরাকে চিঠি দিয়ে শোকজ করেছেন। আগামী দশদিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। গত কয়েকদিনে ফেসবুকে একের পর এক বিতর্কিত পোস্ট করেছেন তিনি। এবার নেতাজি-গান্ধীজিকে নিয়ে ফেসবুকে পোস্ট করে দলের রোষানলে তিনি।

দল মনে করছে, অনুপম পোস্টের নামে ফেসবুকে যা লিখেছেন তা দলের নীতিগত অবস্থান থেকে অনেক দূরে। দলে থেকে তিনি কীভাবে এমন পোস্ট করতে পারেন? সেটা যেমন জানতে চাওয়া হয়েছে তার কাছে। কেন দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে অনুপমের কাছে।

আগামী তিন মার্চের মধ্যে তাকে জবাব দিতে হবে। তারপরে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসবে। সেখানেই চিঠির জবাবের ভিত্তিতে ঠিক হবে অনুপমের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা। দলের কাছে শো-কজের জবাব দেবার আগেই সাংবাদিকদের কাছে মুখ খুললেন অনুপম।

তিনি বলেছেন, ' দলবিরোধী কোন কাজ তিনি করেন নি, গান্ধীজি নেতাজি নিয়ে লেখাটা মোটেও দলবিরোধী কাজ নয়'। তিনি আরও বলেন, 'গান্ধীজি নন, বেঁচে থাকলে জাতির জনক হতেন নেতাজী, আর এটা বলাটা মোটেও দলবিরোধী কাজ নয়'।

তবে ফেসবুক পোস্ট নিয়ে 'বিব্রত' দলের শো-কজ এবং সেই শো-কজ এর জবাবদিহি করার আগেই সংবাদমাধ্যমে শো-কজের উত্তর দেওয়ায়, নিজের দলের সাংসদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে