আন্তর্জাতিক ডেস্ক : জেল থেকে বের হয়ে রাজনীতিতে এখনও কাঁপন ধরাতে পারেননি। কিন্তু তারই মধ্যে মঞ্চ কাঁপালেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানাজীর রাজ্য সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র।
৩১ বছর আগে মুক্তি পাওয়া ‘অমরসঙ্গী’ ছবিতে কিশোরকুমারের হিট গান ‘আমরা অমরসঙ্গী’ শুনলো তার নির্বাচনী এলাকা কামারহাটি। গত ১৮ ফেব্রুয়ারি নিজের পুরনো বিধানসভা এলাকা উত্তর ২৪ পরগনার কামারহাটিতে মদনের গানে জমে গেলেন দর্শকরা।
কামারহাটি মিলন উৎসবে একজন নয়, একে একে তিন সুন্দরী গায়িকা সাবেক মন্ত্রীর সঙ্গে ‘অমরসঙ্গী’-তে গলা মেলালেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরলা হয়ে গিয়েছে কোনও এক দর্শকের মোবাইলে তোলা সেই ভিডিও।
উল্লেখ্য, সারদা-কাণ্ডে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তেমন কোনও গুরুত্বপূর্ণ পদ পাননি সাবেক এই মন্ত্রী। তবুও নিজের উদ্যোগেই তার হারানো কেন্দ্র কামারহাটিতে সংগঠন সাজানোর কাজ চালাচ্ছিলেন তিনি। সারদা-কাণ্ডের পর নারদ কেলেঙ্কারিতে মদন মিত্রের নাম জড়িয়েছে। তদন্তকারীরা তাকে জেরাও করে।
তদন্তকারীদের দাবি, ম্যাথুকে পরিবহণ দফতর মারফত যে কোনও ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রাক্তন এই মন্ত্রী। মন্ত্রীর বিছানা থেকে অন্য এক জন টাকার বান্ডিল তুলে নিয়ে আলমারিতে রাখছেন, সেই ছবিও অসম্পাদিত ফুটেজে দেখা গিয়েছে। মদনবাবুর ওই অনুচরকেও পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
এমটিনিউজ/এসএস