আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘সবচেয়ে বড়’ নিষেধাজ্ঞা জারির ঘোষণা ট্রাম্পের। ট্রাম্প বলেন, আজ আমি ঘোষণা দিচ্ছি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমরা এ যাবৎকালের সবচেয়ে বড় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট জানান, এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে ৫৬টি জাহাজ ও নৌ পরিবহন কোম্পানি।
উত্তর কোরিয়ার এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় শিগগিরই নতুন পদক্ষেপ নেবে দেশটির রাজস্ব ও জ্বালানির উৎস কমিয়ে আনার জন্য। এসব উৎস থেকে দেশটি পারমাণবিক কর্মসূচি ও সেনাবাহিনীকে শক্তিশালী করছে।
এর লক্ষ থাকবে ৫৬টি জাহাজ, নৌযান কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিষেধাজ্ঞা অগ্রাহ্য করছে। তবে ট্রাম্পের ভাষণে এটা পরিষ্কার হয়নি এসব কোম্পানি বা জাহাজ কোন দেশের।
২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আসছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই বছরের ডিসেম্বরেই জাতিসংঘ দেশটির বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেয়। এর মধ্যদিয়ে উত্তর কোরিয়ার পেট্রোল আমদানি ৯০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এমটিনিউজ২৪/এম.জে/ এস