 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : সদ্য বিয়ে হয়েছে। রিশেপশনের দু'দিন পর মারা গেলেন স্বামী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি নববধূ। ঠিক কি ঘটেছিল? উপহারের বাক্সে ছিল বোমা। বাক্স খুলতেই তা ফাটে। তার জেরেই এই দুর্ঘটনা।
ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার বোলিঙ্গার জেলার পাটনাগড়ের ঘটনা। নববধূ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় স্বামী ছাড়াও মারা গিয়েছেন তার দিদা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি দু''জনকে। বরের বাড়ি ব্রক্ষ্মপূড়া এলাকায়। রিশেপশন পার্টির পর উপহারের বাক্স খুলতেই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সৌম্য শেখর শাহুর সঙ্গে বিয়ে হয় রিমার। রিশেপসন ছিল ২১ তারিখ। কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি বোমা সমেত বাক্সটি উপহার দিয়েছিলেন। শুক্রবার বরের পরিবারের লোকেরা উপহারের বাক্সগুলি খুলছিলেন। বোমা ভর্তি বাক্সটি খুলতেই তা ফেটে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
এমটিনিউজ/এসবি