আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহে ভারত সফরের চতুর্থ দিন স্বপরিবারে ঘুরতে গিয়েছিলেন শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে। ভক্তদের জন্য রুটি বানালেন কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রী।
ভারতীয় পোশাক পরে মন্দিরে ঢুকে ধর্মীয় আচারও পালন করেন। এরপর ট্রুডো পরিবার হাজির হন মন্দিরের ভক্তসেবার রান্না ঘরে।
সেখানে ভক্তদের জন্য কাজ করার সুযোগ থাকে দর্শনার্থীদের। ট্রুডো পরিবারও বাদ যাননি ভক্তদের সেবা করা থেকে।
মন্দিরে মানুষকে সেবা করার বিরল অভিজ্ঞতা নিতে পুরো পরিবার মিলে ভক্তদের জন্য রুটি বানানোর কাজ শুরু করে দেন, তাদের সঙ্গ দেন অমৃতসরের সেলিব্রেটি ভিকাশ খান্না।
স্ত্রী সোফি ট্রুডোকে নিয়ে ট্রুডোর রুটি বানানো মনোযোগ দিয়ে দেখছিল দুই ছেলে-মেয়ে জেভিয়ার জেমস এবং ইলা গ্রেস মার্গারেট।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর