আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সিরিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের যে এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত হয়েছিল তাতে পাইলটের মানবীয় বা পেশাগত ভুল ছিল বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে রোববার ইসরাইলের সামরিক বাহিনী তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে এই দাবি করা হয়েছে। খবর পার্সটুডের।
রিপোর্টে ইসরাইলি বিমানবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিরিয়া হামলায় অংশ নেয়া একটি বিমান প্রতিপক্ষের হামলা মোকাবেলার জন্য কোনো ব্যবস্থা নেয়নি এবং সে কারণে ওই বিমানটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানের পাইলট নিজেকে ও বিমান রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেননি।
ইসরাইলি বিমান বাহিনীর এ কর্মকর্তা দাবি করেন, ভূপাতিত বিমানের পাইলট মারাত্মকভাবে আহত হন তবে চিকিৎসা শেষে তিনি সক্রিয়ভাবে দায়িত্বে ফিরেছেন।
গত ১০ ফেব্রুয়ারি সিরিয়ায় হামলার সময় ইসরাইলের এফ-১৬ বিমানটি ভূপাতিত হয়। পাইলটের পেশাগত বা মানবীয় ভুলের কারণে বিমানটি ভূপাতিত হয়েছে বলে দৃশ্যত ইসরাইলি বাহিনী নিজেদের মুখ রক্ষার চেষ্টা করছে। বিমানটি ভূপাতিত করার পর সিরিয়া বলেছে, এখন থেকে ইসরাইলের বিমান আর বিনা জবাবে পার পাবে না। সম্প্রতি সিরিয়ার সরকার দেশের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস