আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিন পশ্চিম অঞ্চলে প্রবল ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। চীনের দক্ষিন পশ্চিম অঞ্চলের ইউনান প্রদেশে এই ধসের ঘটনা ঘটেছে বলে জানা যায়। চীনের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির কারণেই শুত্রবার ভোর রাতে এই ধসের ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যেই উদ্ধারকারি দল উদ্ধার কাজে নেমে পড়েছে।
ধারণা করা হচ্ছে ধংসস্থুপের নিচে আরো কয়েকজনের দেহ চাপা থাকতে পারে। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে প্রশাসনের কর্মকর্তারা রওনা দিয়েছেন বলে জানা যায়। তার পাশাপাশি সেই এলাকার পাশ্ববর্তী অঞ্চলে বসবাসকারি সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
১৯ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/