আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুকে ছাত্রীর ছবি দিয়ে আপত্তিকর পোস্ট। অপমানে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি কলকাতার পাশে হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট এলাকার নাইকুল দে পাড়ার। ছাত্রীর ছবি দিয়ে আপত্তিজনক পোস্ট করেছিল অভিযুক্ত যুবক অভিজিৎ ঢালি৷
পরিবারের দাবি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অশালীন পোস্ট করে যুবক। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। ছাত্রীর পরিবারের অভিযোগ, মাস কয়েক আগে ফেসবুকের মাধ্যমে যুবকের সঙ্গে পরিচয় মুন্সিরহাট চিন্তামনি হাইস্কুলের ছাত্রীর। তারপর থেকেই ছাত্রীকে উত্যক্ত করত অভিযুক্ত যুবক। ফোন করত বাড়িতেও।
পরিবারের দাবি, ছাত্রী গুরুত্ব না দেওয়ায় ফেসবুকে তার ছবি দিয়ে অশালীন পোস্ট করতে শুরু করে সে। বিষয়টি জানাজানি হওয়ায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় কিশোরী।
জানা যায়, আমতার অভিজিত্ ঢালির সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। ইদানীং সেই সম্পর্কের অবনতি হয়। পরিবারও সেকথা জানত। অভিযোগ, অভিজিত্ সম্পর্কের বিভিন্ন স্টেটাস ফেসবুকে আপডেট দিত। ইদানীং প্রেমিকার সম্পর্কে অশালীন মন্তব্য করে ফেসবুকে পোস্ট করতে শুরু করে সে।
বিষয়টি নজরে পড়ে ওই ছাত্রীর। পরিবারের দাবি, এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। অভিজিতকে বোঝানোর চেষ্টা করে ছাত্রী। কিন্তু ঝামেলায় আরও বেশি অপমানিত হয় সে। মঙ্গলবারই ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন আত্মীয়রা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এমটিনিউজ/এসএস