মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:১৪:৫৯

'ইসরাইলকে মোকাবেলায় প্রস্তুত লেবানন'

'ইসরাইলকে মোকাবেলায় প্রস্তুত লেবানন'

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অব্যাহত সীমানা লঙ্ঘনের নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরাইলকে মোকাবেলায় প্রস্তুত লেবানন। তিনি বলেন, “দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার চেষ্টা করছে বৈরুত তবে ইসরাইল যদি কোনোরকম আগ্রাসন চালায় তাহলে তা মোকাবেলা ও দেশকে রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”

সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রোইক্সের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আউন এসব কথা বলেছেন। খবর ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের।

লেবাননের প্রেসিডেন্ট আরো বলেন, ইসরাইল মাঝেমধ্যেই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে এবং এর মাধ্যমে তেল আবিব জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অব্যাহতভাবে লঙ্ঘন করে চলেছে। এ সময় তিনি দক্ষিণ লেবাননের সীমান্তে দেয়াল নির্মাণে ইসরাইলি পরিকল্পনা তুলে ধরে বলেন, এটা হচ্ছে আরেকটি লঙ্ঘন।

২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধের পর ১৭০১ নম্বর প্রস্তাবের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি করে। সম্প্রতি লেবানন ও ইসরাইলের মধ্যে সীমান্তে দেয়াল নির্মাণ, হিবুল্লাহর অবস্থান ও ভূমধ্যসাগরে তেল-গ্যাসের ব্লক নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে হিজবুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করেছে যে, তারা লেবাননের জাতীয় স্বার্থ রক্ষা করতে কোনোরকম পিছপা হবে না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে