আন্তর্জাতিক ডেস্ক : দিন দিন সম্পর্কের অবনতি। ফেসবুকে অশালীন মন্তব্য করে পোস্ট প্রেমিকের, আত্মহত্যা প্রেমিকার। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হাওড়ার জগতবল্লভপুর এলাকা।
আমতার অভিজিত্ ঢালির সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। ইদানীং সেই সম্পর্কের অবনতি হয়। পরিবারও সেকথা জানত। অভিযোগ, অভিজিত্ সম্পর্কের বিভিন্ন স্টেটাস ফেসবুকে আপডেট দিত। ইদানীং প্রেমিকার সম্পর্কে অশালীন মন্তব্য করে ফেসবুকে পোস্ট করতে শুরু করে সে।
বিষয়টি নজরে পড়ে ওই ছাত্রীর। পরিবারের দাবি, এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। অভিজিতকে বোঝানোর চেষ্টা করে ছাত্রী। কিন্তু ঝামেলায় আরও বেশি অপমানিত হয় সে।মঙ্গলবারই ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন আত্মীয়রা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এমটিনিউজ২৪/এম.জে/ এস