বৃহস্পতিবার, ০১ মার্চ, ২০১৮, ০৯:৫৫:২০

কক্ষ থেকে ছিটকে গেল ন্যাভিগেশন সিস্টেম স্যাটেলাইট

কক্ষ থেকে ছিটকে গেল ন্যাভিগেশন সিস্টেম স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন জিপিএস স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেমের (ইউরোপিয়ান সংস্করণ) দু’টি স্যাটেলাইট সঠিক কক্ষপথে পৌঁছায়নি। এমনটা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তারা এও জানিয়েছে, পঞ্চম ও ষষ্ঠ স্যাটেলাইট দু’টি সঠিক কক্ষপথেই রয়েছে।

কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে খতিয়ে দেখছেন বৈজ্ঞানিকরা। কক্ষ থেকে ছিটকে গেল ন্যাভিগেশন সিস্টেম স্যাটেলাইট। নির্দিষ্ট কক্ষপথের চেয়ে খানিকটা নিচে অবস্থান করছে স্যাটেলাইট দু’টি।

মিশন গ্যালিলিও-র অধীনে কক্ষচ্যুত স্যাটেলাইট  ‘ডোরিজা’ ও ‘মিলেনা’কে সুয়েজ রকেটে করে মহাকাশে পাঠান হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার জন্য উৎক্ষপেণের সময় পিছনো হয়েছিল প্রায় ২৪ ঘণ্টা। প্রস্তুতকারী সংস্থা এরিয়ানস্পেস জানিয়েছে, তা সত্ত্বেও শুক্রবার পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে কক্ষচ্যুত হয়েছে মিশন গ্যালিলিও।

বিশেষজ্ঞদের মতে, মিশন গ্যালিলিও সফল হলে ইউরোপিয়ান বাণিজ্যে লক্ষ্মীলাভ হবে। ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে এই মিশন। তৈরি হবে নয়া ব্যবসায়ীক ক্ষেত্র। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে