আন্তর্জাতিক ডেস্ক : কর্তব্যপরায়নতার নজির গড়লেন পুলিশের এক হেড কনস্টেবল।মেয়ের হঠাৎ মৃত্যুর খবর শুনেও আহত ব্যক্তিকে বাঁচাতে ছুটে যান কনস্টেবল ভুপেন্দ্র তোপার। তিনি সাহারানপুর থানার হেড কনস্টেবল।
পথ দুর্ঘটনার খবর পেয়ে আহত ব্যক্তিকে বাঁচাতে ছুটে যান সেখানে। সময়মতো ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বাঁচানো যায় আহত ব্যক্তির প্রাণ। এমন এক পুলিশ কর্মীকে সম্প্রতি সম্মানিত করল সাহারানপুর থানার উচ্চপদস্থ পুলিশের আধিকারিকরা।
সংবর্ধনা পাওয়ার পর ৫৭ বছর বয়সী তোমারের প্রতিক্রিয়া, ''আমি যা করেছি তা কোনও ব্যতিক্রম নয়। যে মারা গিয়েছে তার জন্য তদ্বির না করে বরং যার প্রাণ বাঁচানো সম্ভব তার জন্য চেষ্টা করা সেই সময় দরকার ছিল।''
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, গত ২৩ ফেব্রুয়ারি পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তোমার। সেখানে গিয়ে আরও একটি ফোন তাঁর কাছে আসে। ফোনটি করা হয় বাড়ি থেকে। ফোন করে জানানো হয়, তাঁর মেয়ের অকস্মাত্ মৃত্যু হয়েছে।
মেয়ের মৃত্যুর খবর পেয়ে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান তোমার। পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি। পুলিশের অন্যান্য কর্মীরা তাকে বাড়ি চলে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু তিনি পরিবারের উপর নিজের কর্তব্যকে বেছে নেন।
আহত ব্যক্তির প্রাণ বাঁচাতে ঝাপিয়ে পড়েন তিনি। গুরুতর জখম ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় প্রাণে বাঁচানো যায় তাকে। এরপরই হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তোমার।
মাত্র এক বছর আগে বিয়ে হয় তোমারের মেয়ের। মেরুটের একটি স্বাস্থ্যকেন্দ্রে নার্সের কাজ করত সে। দুর্ঘটনার দিন বাথরুমে পরে মারা যায় সে। সাহারানপুরের উচ্চপদস্থ আধিকারিকরা তোমার ও তাঁর পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস