শনিবার, ০৩ মার্চ, ২০১৮, ০৬:৫৪:৩৫

রান্নায় পারদর্শী নয় স্ত্রী, বিবাহ বিচ্ছেদ চেয়ে স্বামীর মামলা!

রান্নায় পারদর্শী নয় স্ত্রী, বিবাহ বিচ্ছেদ চেয়ে স্বামীর মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রী বেলা পর্যন্ত ঘুমায়। ভালো রান্নাবান্নাও করতে জানে না। এ কারণে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছিলেন ভারতের এক নাগরিক। তবে মুম্বাই হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছেন।

আদালত পাল্টা জানিয়েছেন, এগুলো কোনোভাবেই বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না।

মামলা সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন অফিস থেকে ফিরে ঘুমান। এরপর রাতের খাবার তৈরি করেন। কিন্তু সেই খাবার মোটেই ভাল নয়। স্ত্রী তার ও পরিবারের প্রতি যত্নবান নয় বলেও অভিযোগ ওই ব্যক্তির।

মুম্বাই হাইকোর্টের বিচারপতি সরঙ্গ কোতওয়াল ও বিচারপতি কেকে তাতেরের এজলাসে শুনানিকালে ওই ব্যক্তির স্ত্রীকে বিচারকরা প্রশ্ন করে জানতে পারেন, ওই গৃহবধূ অফিসের কাজ সেরে বাড়ি ফিরে সংসারের সব কাজ করেন। এমনকি তিনি নিজেই বাজার করেন।

শুনানি শেষে বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেন বিচারপতিরা। তারা বলেন, এমন অভিযোগে কোনোভাবেই বিবাহ বিচ্ছেদের মামলা করা যায় না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে