স্পোর্টস ডেস্ক : ৩২ জন আরোহীসহ রাশিয়ার একটি পরিবহণ বিমান বিধ্বস্ত হয়েছে সিরিয়া। এতে বিমানে থাকা ২৬ যাত্রী ও ৬ ক্রুর প্রত্যেকেই নিহত হয়েছেন। সিরিয়ার লাটাকিয়া প্রদেশে রাশিয়ান হমেইমিম বিমানঘাটিতে বিমানটি বিধ্বস্ত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৬ জন যাত্রী ছিলেন এবং ছয়জন ছিলেন বিমানের কর্মী।
সামরিক মালামাল বহনকারী এই বিমানটি সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ার কাছে খেমলিন বিমানঘাঁটিতে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনও কারিগরী জটিলতায় এমনটা হয়ে থাকতে পারে। বিমানে ২৬ যাত্রী ও ৬ ক্রুর কেউ বেঁচে নেই বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
এমটিনিউজ/এসএস