শনিবার, ১০ মার্চ, ২০১৮, ০১:০৩:২৮

ইসরাইলকে খুশি করার প্রচেষ্টা বন্ধ করা উচিত : ইরান

ইসরাইলকে খুশি করার প্রচেষ্টা বন্ধ করা উচিত : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বলেছে,ইসরাইলকে খুশি করার জন্য চারটি আরব দেশের লজ্জাজনক ‘রাজনৈতিক নাচ’ বন্ধ করা উচিত। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি পালন নিয়ে সন্দেহ করার পর তেহরান এ মন্তব্য করল।

বুধবার সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচির নিন্দা করেছেন এবং ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেন। ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করছে কিনা তা দেখভাল করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি বিশেষ নজরদারির আহ্বান জানিয়েছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ বিবৃতি নাকচ করে বলেছেন, বিবৃতিটি একেবারেই মূল্যহীন এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে এসব দেশের কথা বলার কোনো এখতিয়ার নেই। তিনি বলেন, ইসরাইলকে খুশি করার জন্য আরব দেশগুলোর এই প্রচেষ্টা বন্ধ করা উচিত।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক বিবৃতিতে বলেছেন, আমরা ইরানের পক্ষ থেকে আঞ্চলিক দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের নিন্দা জানাচ্ছি ও প্রত্যাখ্যান করছি।

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানে সহায়তা করাকে ইরান তার পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে। আঞ্চলিক সঙ্কট নিরসন করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই তেহরানের লক্ষ্য।

সৌদি আরব ও মিসরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপের’ জন্য ইরানকে অভিযুক্ত করার একদিন পর এসব কথা বললেন বাহরাম কাসেমি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাম্প্রতিক কায়রো সফরের পর মঙ্গলবার ওই বিবৃতি প্রকাশ করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে