রিও ডি জেনেরিও : কিছু মানুষের ‘সেন্স অফ হিউমার’ যে একেবারেই তলানিতে তা আবারও প্রমাণ করলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ৷ সদ্য প্রয়াত এ যুগের মহান বিজ্ঞানী স্টিফেন হকিংকে শ্রদ্ধা জানানোর নাম করে একপ্রকার ট্রোল করলেন পিএসজির স্ট্রাইকার৷ যার জন্য নিজের সমর্থকদের কাছে ট্রোলড হন তিনি৷
প্যারিস সেন্ট জার্মানে ডান পায়ে চোট নিয়ে ফুটবলের বাইরে রয়েছেন বিশ্বের সবচের দামী ফুটবলার নেইমার৷ পায়ের চোটের কারণে তাঁকে কিছুদিন সাহায্য নিতে হয়েছে হুইল চেয়ারের৷ অন্য দিকে বুধবার কেমব্রিজে প্রয়াত হয়েছেন একালের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান সাধক স্টিফেন হকিং৷
কেমব্রিজ বিশ্ববিদ্যালেয়ে পড়ার সময় ‘মোটর নিউরন’ নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন হকিং৷ এই রোগের কারনে ৭৬-বছর জীবনের বড় অংশ হুইল চেয়ারেই কাটাতে হয়েছে তাঁকে৷ হাঁটা চলা তো দূর ,নড়াচড়াও করতে পারতেন না এই মহান বিজ্ঞানী৷ কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞান সাধনায় ব্রতী থেকেছেন সারাজীবন৷ যুক্ত থেকেছেন মানব সভ্যতার পক্ষে কল্যাণকর বিভিন্ন আবিষ্কারের সঙ্গে৷
এরকম একজনের মৃত্যুর ঠিক পরদিন হুইল চেয়ারে বসে কিছুটা যেন হকিংকে অনুকরণ করে পোজ দিয়ে একটি ছবি টুইটারে পোস্ট করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার৷ সঙ্গে লেখেন হকিংয়েরই বিখ্যাত লাইন, ‘সবসময় ইতিবাচক মনোভাব রাখতে হবে৷ যে কোন পরিস্থিতিতে নিজের সেরাটা বের করে নিয়ে আসতে হবে ৷’
এরপরই নিজের ফলোয়ারদের কাছে ট্রোলড হন নেইমার৷ এই কান্ডজ্ঞানহীন ছবি পোস্ট করার জন্য নেইমারের বিরোধিতা করেন সকলে৷ একজন লেখেন, ‘নেইমার! কোন নৈতিকতা বা সহানুভূতি নেই ৷ ওঁর সব টাকা নষ্ট হয়ে যাক, কম করেও ১০ বছরের জেল হওয়া উচিৎ৷’ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/ এস