বুধবার, ২১ মার্চ, ২০১৮, ০৯:২৮:০২

ব্রেকিং : আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৯

ব্রেকিং : আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। বুধবার আফগান নববর্ষ ‘নওরোজ উৎসব’ শুরুর দিনে এ হামলার ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গি গোষ্ঠি আইসিস এই হামলার দায় স্বীকার করেছে। সুন্নিপন্থি আইসিস ও তালেবান সাম্প্রতিককালে সংখ্যালঘু শিয়াদের ওপর আর বেশ কিছু হামলা চালিয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী পায়ে হেঁটে সখী মাজারের সামনে পৌঁছালে পুলিশ টের পেয়ে যায় যে, তার শরীরে বোমা বাঁধা আছে। এসময়ই কোনো বাধা দেবার সুযোগ না দিয়ে সে নিজের শরীরে বাঁধা বোমাটির বিস্ফোরণ ঘটায়। চোখের নিমিষে সেখানে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে