বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮, ০৩:১৯:৩৭

ব্রেকিং নিউজ: বন্দুকযুদ্ধে পাঁচ ভারতীয় সেনাসহ নিহত ১০

 ব্রেকিং নিউজ:  বন্দুকযুদ্ধে পাঁচ ভারতীয় সেনাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে বন্দুকযুদ্ধে পাঁচ ভারতীয় সেনা এবং আরও পাঁচ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেনি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শমসের হুসেইন আল জাজিরাকে বলেন, উত্তরাঞ্চলীয় কাশ্মির সীমান্তের কুপওয়ারা বনভূমি এলাকায় গোলাগুলি শুরু করে বিদ্রোহীরা।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ নিরাপত্তারক্ষী এবং পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান শেষ হয়েছে এবং ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বন্দুকযুদ্ধ শুরু হয়। বেশ কয়েক দফা দু’পক্ষের লড়াই চলেছে। বুধবার রাতের দিকে লড়াই শেষ হয়েছে। তবে বিদ্রোহীদের পরিচয় এখনও জানা যায়নি।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে