শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ১০:১৩:৫৯

ছেলে কোলে নিয়ে মেঝেতে বসেই পরীক্ষা দিলেন মা!

ছেলে কোলে নিয়ে মেঝেতে বসেই পরীক্ষা দিলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাসের শিশুকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন এক মা। শিশুর কারণে চেয়ারে বসে পরীক্ষা দিতে পারেননি তিনি। হলরুমের অন্য সবাই পরীক্ষা দিচ্ছেন চেয়ারে বসে। সেখানে মেঝেতে বসেই পরীক্ষা দিতে হয়েছে তাকে। সেখানেই চলছে প্রশ্ন দেখা। সমানতালে উত্তর লেখাও। এমন একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। মেঝেতে পরীক্ষা দিতে বসা ওই নারী আফগানিস্তানের। নাম জাহান তাব।

দেশটির ডেয়কুন্ডি প্রদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী তিনি। ২৫ বসয়ী এই নারীর স্বামী একজন কৃষক। সংসারের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন জাহান। পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ঘটনার দিন নিজের দুই মাস বয়সী শিশুকে নিয়ে পরীক্ষা দিতে যান তিনি। পরীক্ষার সময় শিশুটি পাশেই ছিল। একপর্যায়ে শিশুটি কান্না শুরু করলে তাকে কোলে নিয়ে মেঝেতে বসে পড়েন তিনি।

এরপর পরীক্ষার বাকি সময়টাতে এভাবে লেখেন তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক ইয়াহিয়া ইরফান ওই ছবিটি তুলেছেন। একই সঙ্গে ছবিটি শেয়ার করে সন্তানের জন্য মায়ের সংগ্রামের কথা তুলে ধরেছেন। তবে পরীক্ষার পরপরই নয়, ছবিটি ওই শিক্ষক প্রকাশ করেন সন্তান নিয়ে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হওয়ার পর।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে