শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ০৮:১১:৫১

এবার ফ্রান্সের মার্কেটে সন্ত্রাসী হামলা, জিম্মি সঙ্কটে ক্রেতারা

এবার ফ্রান্সের মার্কেটে সন্ত্রাসী হামলা, জিম্মি সঙ্কটে ক্রেতারা

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় থ্রেব শহরের এক সুপার মার্কেটে সন্ত্রাসীর হামলার পর জিম্মি সঙ্কট সৃষ্টি হয়েছে। হামলায় একজন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি ও রয়টার্স।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় থ্রেব শহরের ‘সুপার ইউ শপ’ নামের ওই মার্কেটে বেশ কয়েকজন ক্রেতাকে জিম্মি করেছে একজন বন্দুকধারী। বন্দুকধারী নিজেকে আইএস সদস্য বলে দাবি করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক বড় ধরনের উদ্ধার অভিযানে নেমেছে ফরাসি পুলিশ।

এদিকে পরিস্থিতিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে। ঘটনাস্থলের পথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, থ্রেবের সুপার শপে স্থানীয় সময় বেলা সোয়া ১১ টায় এক বন্দুকধারী ঢুকে পড়ার পর গুলির শব্দ শোনা যায়।

ফরাসি সংবাদপত্র লা দেপেচে দু মিদির জানিয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারীর সঙ্গে এক বা একাধিক গ্রেনেড রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, সেখানে দুইজন নিহত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রধান জানান, ধারণা একজন মারা গেছেন তবে কোনও ডাক্তার নিয়ে সেখানে পরীক্ষা করা সম্ভব হয়নি। ওই এলাকা শত শত পুলিশ সদস্য ঘিরে রেখেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের পর থেকে বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। সে বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হলে জরুরি অবস্থা ঘোষণা করে ফ্রান্স। গত অক্টোবরে তা প্রত্যাহার করে নেয়া হয়।

ওই মাসেই বন্দরনগরী মাসেই এর রেল স্টেশনে ছুরি হাতে ৩০ বছর বয়সী এই আফ্রিকান নাগরিক হামলা চালালে দুই নারী নিহত হয়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে