শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ০৯:৪২:৩৬

যুক্তরাষ্ট্রের সাথে রোডম্যাপের আশা তুরস্কের, এরদোগানের দেহরক্ষীদের মুক্তি

যুক্তরাষ্ট্রের সাথে রোডম্যাপের আশা তুরস্কের, এরদোগানের দেহরক্ষীদের মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেছেন, সিরিয়াল মানবিজ থেকে পালিয়ে যাওয়া পিকেকে সন্ত্রাসীরা পার পাবে না। মানবিজ থেকে সরে গেলেই হবে না। আমরা এমন শহর আর তৈরি হতে দেবো না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি তবে মানবিজের স্থিতিশীলতা নিশ্চিত নিয়ে তাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটি রোডম্যাপ করতে পারলে একটি চুক্তিতে আসতে পারি। আপাতত আমাদের বোঝাপড়া ভালো।

ইতোপূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মানবিজ থেকে সরে যেতে হবে পিককে গোষ্ঠীকে। একটা সময় আমাদের দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছিল। আমি ও টিলারসন একসঙ্গে কাজ করছিলাম। অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও আমি তাকে শুভকামনা জানাই।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দেহরক্ষীদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। ২০১৭ সালে তুর্কি এরদোগানের ওয়াশিংটন সফরের সময় বিক্ষোভকারীদের সঙ্গে তার নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। এক বছর আগের ওই ঘটনায় প্রাথমিকভাবে এরদোগানের ১৫ জন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, প্রসিকিউটররা এসব অভিযুক্তের অধিকাংশেরই অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয়ায় বর্তমানে মাত্র চারজনকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিচারের মুখোমুখি করা হচ্ছে। গত বছরের নভেম্বর মাসে প্রথম তুর্কি নিরাপত্তা দলের চার সদস্যকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের আঙ্কারা সফরের পরের দিন ১৪ ফেব্রুয়ারি তারিখে তুর্কি নিরাপত্তা দলের প্রধানসহ আরো সাতজনকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। ওই সময়ে মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছিল যে, অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করার জন্য কোনোভাবেই প্রসিকিউটররা চাপ দেয়নি এবং এই অভিযোগসমূহ চারটি বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

২০১৭ সালের মে মাসে এরদোগানের আমেরিকা সফরের সময় তুরস্কের দূতাবাসের সামনে তার বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা এরদোগানের কাছাকাছি চলে গেলে তার নিরাপত্তারক্ষীরা তাদের প্রতিরোধ করে। ওই ঘটনায় কমপক্ষে নয়জন বিক্ষোভকারী, এক রক্ষী বাহিনীর সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা আহত হন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে