শনিবার, ২৪ মার্চ, ২০১৮, ০৫:৩০:১০

‘প্লাস্টিক ডিম’ আতঙ্ক!

‘প্লাস্টিক ডিম’ আতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক: বাংলায় ফের প্লাস্টিক ডিমের আতঙ্ক। এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। গত বছরও ঠিক এই সময়ে প্লাস্টিক ডিমের আতঙ্ক ছড়িয়েছিল।

শুক্রবার পাঁশকুড়ার পাতন্দা গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে ডিম দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদের।

শনিবার বাড়িতে সেই ডিম সেদ্ধ করতে গিয়ে কিছু অস্বাভাবিকতা লক্ষ করেন পড়ুয়াদের অভিভাবকরা।

ডিমগুলি সেদ্ধ করার পরে সাধারণ ডিমের থেকে কিছুটা আলাদা লাগে দেখতে। তার পরে অভিভাবকরা শনিবার স্কুলে এসে ক্ষোভে ফেটে পড়েন।

তাঁদের অভিযোগ ,বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে এই শিশুদের অস্বাস্থ্যকর ডিম খাওয়ানো হচ্ছে। শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।

ডিম কেনার সময়ে দেখে কেনা হয়নি এবং ক্যাশ মেমোও নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। এমন সূত্রের খবর। কম দামে কিনতে গিয়েই এই ডিম নিয়ে এসেছে তারা।

বিদ্যালয়ের শিক্ষিকার দাবি, দোকানে বিভিন্ন কোয়ালিটির ডিম বিক্রি হয়। সেখান থেকেই এই ডিমগুলি আনা হয়েছে।

কিন্তু ক্যাশমেমো কেন নেওয়া হয়নি, তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। পরে ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। তারা ডিমের নমুনা সংগ্রহ করে নিয়ে আসে পরীক্ষার জন্য।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে