রবিবার, ২৫ মার্চ, ২০১৮, ০৪:৩৯:৪৪

সিরিয়ার ভাইদের উদ্ধার করেই তবে থামব : প্রেসিডেন্ট এরদোগান

সিরিয়ার ভাইদের উদ্ধার করেই তবে থামব : প্রেসিডেন্ট এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় সীমান্ত বরাবর যারা আঙ্কারার সমর্থন চাইবে, তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সমাবেশে শনিবার তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিরিয়ার ভাইদের উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না। আমাদের দেশের জন্য সেখানে যে ফাঁদ পাতা রয়েছে, তা সম্পূর্ণ উচ্ছেদ করে ছাড়ব।

আফরিন অপারেশনের মাধ্যমে সিরিয়ায় হস্তক্ষেপের যে অভিযোগ তুরস্কের বিরুদ্ধে উঠেছে, তা প্রত্যাখ্যান করেন এরদোগান।

তিনি বলেন, কেউ বলতে পারবেন না তুরস্ক কিংবা তুরস্কের সেনাবাহিনী সিরিয়ায় হস্তক্ষেপ করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে