সোমবার, ২৬ মার্চ, ২০১৮, ১১:৫৬:০৮

আজমীর শরীফ ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রতীক: সোনিয়া গান্ধী

আজমীর শরীফ ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রতীক: সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজনৈতিক জোট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) চেয়ারপার্সন ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তার ছেলে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এক বার্তায় বলেছেন, 'আজমীর শরীফ দরগা ভারতের ধর্ম নিরপেক্ষতার প্রতীক, যেখানে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল প্রকার মানুষ প্রার্থনা জানায়।' এর আগে আজমীর শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.)-এর দরগায় চাদর চড়িয়েছেন সোনিয়া গান্ধী এবং রাহুল। রবিবার সোনিয়া ও রাহুল কংগ্রেসের এক প্রতিনিধি দলের হাতে এই চাদর তুলে দেন।

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ১৪৫ কিলোমিটার দূরত্বে রয়েছে আজমীর শরীফ। শহরের ঠিক মাঝখানে পাঁচিল ঘেরা দরগায় রয়েছে সুফি সাধক মঈনুদ্দিন চিশচি (রহ.) মার্বেল মোড়া সমাধি। আর এই সমাধিতে চাদর চড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক থেকে শুরু করে সেলিব্রিটিসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীরা ও সাধারণ মানুষ ভিড় জমান। শুধু মুসলিমরা নয়, হিন্দুসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা জানাতে আসেন এখানে। সমাধির সামনে দাঁড়িয়ে নিজেদের মনের বাসনা পূরণ করার দোয়া চান।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১১৪২ খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশচি (রহ.)। সুফিবাদের বার্তা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে তিনি তাঁর নিজের দেশ ইরান থেকে অন্য দেশে যাত্রা শুরু করেন। আর ভারতে এসে পাকাপাকিভাবে আজমীরে থেকে যান তিনি।
সূত্র: জি-নিউজ
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে